মাঠে সাপ রেখেই ব্যাটিং চালিয়ে গেলেন বাংলাদেশি ব্যাটাররা

2 months ago 6

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই যেন কোনো না কোনোভাবে সাপ এসে পড়বে! এই দুই দলের লড়াইয়ে নাগিন-ড্যান্স দেখা গেছে আগে। যার জন্য অনেক ভক্ত এই দ্বৈরথকে ডাকেন নাগিন-ডার্বি।

এবার এখন পর্যন্ত দুই দলের মধ্যে নাগিন-ড্যান্স দেখা যায়নি। তবে মাঠের মধ্যে ঢুকে পড়েছে এক সাপ। মাঠের ডিপ কভার অঞ্চলে বড়সড় এক সাপকে ছুটতে দেখা গেছে।

সাপ মাঠে রেখেই অবশ্য খেলা চালিয়ে গেছে দুই দল। বাংলাদেশ ব্যাটিং থামায়নি। পরে সাপ মাঠ থেকে বের হয়ে গেছে কিনা জানা যায়নি।

বাংলাদেশের ওপেনিং জুটি অবশ্য ভেঙেছে ওই সাপ মাঠে দেখার কিছুক্ষণ পরই। পারভেজ হোসেন ইমন ফিরেছেন আনলাকি-থার্টিনে (১৩)। ২৯ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ।

এমএমআর/জিকেএস

Read Entire Article