ইতালির সিরি আ’য় গতকাল মাঠেই লুটিয়ে পড়লেন এক ফুটবলার। ম্যাচটা ছিল ফিওরেন্তিনা ও ইন্টার মিলানের। মাঠে পড়ে যাওয়া ফুটবলারটির নাম এদোয়ার্দো বোভ। এই ঘটনায় পরিত্যক্ত হয়ে গেছে ম্যাচ।
ঘটনাটা ঘটে ম্যাচের ১৬ মিনিটে। প্রাপ্ত ফুটেজে দেখা যায়, বসে থেকে একবার উঠে দাঁড়ান বোভ। তখন একটু হেঁটে এগিয়ে যাওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবেই খেলোয়াড়রা মাঠে চিকিৎসকদের ডেকে পাঠান। এসময় তাকে ঘিরে ছিলেন সবাই।... বিস্তারিত