মাথায় গুলি ঠেকিয়ে প্রকাশ্যে বিপুল টাকা ছিনতাই

2 months ago 5
দিনাজপুরের বিরলে প্রকাশ্যে এক ব্যবসায়ীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ জুন) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার বানিয়াপাড়া রেলগেট সংলগ্ন ব্রিজের কাছে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের গোপালপুর বড় বাড়ি গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে মো. মইনুল ইসলাম। মমিনুল ইসলাম জানান, তিনি টাকা নিয়ে মোটরসাইকেলে দিনাজপুর অগ্রণী ব্যাংক স্টেশন রোড শাখায় সিসি লোনের টাকা জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলে করে চার ব্যক্তি রাস্তায় তার গতিরোধ করে। এরপর পেছন থেকে আরেকটি মোটরসাইকেলে দুজন ব্যক্তিসহ মোট ছয়জন মাথায় অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর জানান, ছিনতাইয়ের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Read Entire Article