মাদক ও অস্ত্রসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক

23 hours ago 7
বগুড়ায় মাদক ও অস্ত্রসহ রিপন মিয়া নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১ এপ্রিল) বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের হটিলাপুর পানাতাপাড়া এলাকায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে। পরে স্থানীয়রা পুলিশকে জানালে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার রিপন বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের হটিলাপুর পানাতাপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মফসের প্রামাণিকের ছেলে এবং ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা, একটি ২২ ইঞ্চি ছোরা এবং এক বোতল যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। এ বিষয়ে ফুলবাড়ি ফাঁড়ির এসআই আব্দুর রহমান জানান, রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে পাওয়া মাদক ও অস্ত্রের জব্দ তালিকা করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Read Entire Article