ময়মনসিংহে মাদক কারবারিদের ছুরিকাঘাতে ইয়াসিন আলী স্বপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শুক্রবার (৯ মে) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর আকুয়া মড়লবাড়ি গন্দ্রপা মালবাড়ি এলাকায় তাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে
ইয়াসিন আলী স্বপন একই এলাকার রজব আলীর ছেলে। তিনি আনন্দ মোহন কলেজের অ্যাকাউন্টিং বিভাগের কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। পাশাপাশি ওই এলাকায় একটি মুদি দোকান চালাতেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২০২২ সালে ইয়াসিন আলী স্বপনের চাচা পারভেজকে দিলীপ ও তার সহযোগীরা হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় দিলীপ কারাগারে ছিলেন। আনুমানিক এক বছর আগে জামিনে ছাড়া পান তিনি। এরপর থেকে মাদক ব্যবসা ও এলাকায় এক আতঙ্কের নাম ছিলেন দিলীপ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্বপনের দোকানের সামনে আমির হোসেন নামের একজনকে দিলীপ ও তার সহযোগীরা কুপিয়ে আহত করে। এ সময় স্বপন দোকান থেকে বের হলে দিলীপ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোরে মারা যান স্বপন।
নিহত স্বপন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকনের বেল্টে রাজনীতি করতেন। বক্তব্য জানতে রোকনুজ্জামান সরকার রোকনের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি। ক্ষুদেবার্তা পাঠালেও সারা মেলেনি।
তবে এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এএসএম