মাদক নির্মূল করার ঘোষণা দিলেন বিএনপি প্রার্থী আজাদ

7 hours ago 5

মাদক নির্মূল করার ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ- ২ (আড়াইহাজার) আসনের প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

মঙ্গলবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ আড়াইহাজার বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াইহাজারে কোনো প্রকার মাদক থাকবে না। মাদক প্রতিরোধে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবো। 

তিনি বলেন, আপনারা সবাই দ্বন্দ্ব বিরোধ ভুলে যান। আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই এক সাথে কাজ করে সুন্দর আড়াইহাজার গড়ে তুলবো। আমি জনগণের পাশে থাকতে চাই, জনগণের কাছে থাকতে চাই।

ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্র করার কেউ যদি অন্য কোন স্বপ্ন দেখে তা বাস্তবায়ন হবে না। অবাদ ও সৃষ্ট নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে।

Read Entire Article