মাদক ব্যবসার জেরে গুলিবিদ্ধ হন মোতালেব: র‍্যাব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়া ফ্ল্যাটে মাদক ব্যবসা চলতো। মাদক ব্যবসার জের ধরেই মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে র‍্যাব। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র‌্যাব-৬। র‍্যাব-৬ এর ভারপ্রাপ্ত সিও মেজর মো. নজমুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় গুলি নিক্ষেপকারী সন্ত্রাসী ডি কে শামীম ওরফে ঢাকাইয়া শামীম ও তার সহযোগী মহাদীনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জবানবন্দিতে তারা জানিয়েছে, মাদকদ্রব্য ইয়াবা আনতে মোতালেব শিকদারের কাছে গেলে চাহিদা মোতাবেক মাদকদ্রব্য না পাওয়াতে গুলির ঘটনা ঘটিয়েছে তারা। তিনি আরও বলেন, ওই ফ্ল্যাটে মাদক সেবনের একটা আখড়া বসতো ও মাদকের রমরমা ব্যবসা চলতো। তবে মোতালেব শিকদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত কিনা ও মাদক ব্যবসার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পরে বিষয়টি সম্পূর্ণ জানা যাবে। তিনি আরও বলেন, ঢাকাইয়া শামীম ও মাহদীনের নামে একাধিক মামলা রয়েছে। তাদের সঙ্গে সম্পৃক্তদের গ্রেফতারে ও অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চল

মাদক ব্যবসার জেরে গুলিবিদ্ধ হন মোতালেব: র‍্যাব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়া ফ্ল্যাটে মাদক ব্যবসা চলতো। মাদক ব্যবসার জের ধরেই মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র‌্যাব-৬।

র‍্যাব-৬ এর ভারপ্রাপ্ত সিও মেজর মো. নজমুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় গুলি নিক্ষেপকারী সন্ত্রাসী ডি কে শামীম ওরফে ঢাকাইয়া শামীম ও তার সহযোগী মহাদীনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জবানবন্দিতে তারা জানিয়েছে, মাদকদ্রব্য ইয়াবা আনতে মোতালেব শিকদারের কাছে গেলে চাহিদা মোতাবেক মাদকদ্রব্য না পাওয়াতে গুলির ঘটনা ঘটিয়েছে তারা।

তিনি আরও বলেন, ওই ফ্ল্যাটে মাদক সেবনের একটা আখড়া বসতো ও মাদকের রমরমা ব্যবসা চলতো। তবে মোতালেব শিকদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত কিনা ও মাদক ব্যবসার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পরে বিষয়টি সম্পূর্ণ জানা যাবে।

মাদক ব্যবসার জেরে গুলিবিদ্ধ হন মোতালেব: র‍্যাব

তিনি আরও বলেন, ঢাকাইয়া শামীম ও মাহদীনের নামে একাধিক মামলা রয়েছে। তাদের সঙ্গে সম্পৃক্তদের গ্রেফতারে ও অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চলছে।

এর আগে গত সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজের একটি ফ্ল্যাটে গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। ঘটনার দিন রাতে মোসা. তনিমা ওরফে তন্বী নামের এক নারীকে আটক করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

আরিফুর রহমান/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow