মাদক ব্যবসার জেরে যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টা

5 hours ago 6

যশোরে সম্রাট হোসেন (২৫) নামে এক যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের চাঁচড়া ডালমিল মাঠপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার আব্দুল আলীমের ছেলে।

পুলিশ জানায়, সম্রাটের বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদকসহ ৬টি মামলা রয়েছে। মাদক ব্যবসা নিয়ে নিয়ে পূর্ববিরোধ ও চাঁদার টাকা না পেয়ে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

সম্রাটের স্ত্রী মুসলিমা খাতুন জানান, সম্প্রতি তারা একটি জমিসহ বাড়ি ক্রয় করেন। ওই জমির আগের মালিকের কাছে একই এলাকার কুদরত, ইমন, সাকিব ও হৃদয় চাঁদা দাবি করে। আগের মালিক চাঁদা না দিয়ে সম্রাটকে জমি বুঝিয়ে দেন। জমির দখলে গেলে রাত ১০টার দিকে চাঁদা দাবিকারী কুদরতসহ অন্যান্যরা হামলা চালায়। এসময় অস্ত্র ঠেকিয়ে তারা সম্রাটকে ঘরের বাইরে নিয়ে মারপিট করে। একপর্যায়ে তার দুই চোখ তুলে নিতে ছুরি দিয়ে আঘাত করে। এতে তার চোখের পাশে বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম বলেন, তার বাম চোখের চারপাশে পাঁচটি ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা আশাঙ্কাজনক।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, সম্রাট রেলগেট এলাকার মাদকব্যবসায়ী। ছুরিকাঘাতের ঘটনায় যাদের নাম এসেছে তারাও মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। ধারণা করছি, মাদক বেচাকেনা নিয়ে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মিলন রহমান/এফএ/জেআইএম

Read Entire Article