মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বরগুনায় মাদকবিরোধী সভা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর আয়োজনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আ- মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস) মোহাম্মদ ইব্রাহীম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বরগুনার সহকারী পরিচালক আলী হায়দার। সভায় পুলিশ ও ডিএনসির উপপরিদর্শক, পরিদর্শকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং মাদক নিয়ন্ত্রণে নিজেদের মতামত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ কুদরত-ই- খুদা বলেন, মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সকলকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বরগুনায় মাদকবিরোধী সভা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর আয়োজনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আ- মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস) মোহাম্মদ ইব্রাহীম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বরগুনার সহকারী পরিচালক আলী হায়দার।

সভায় পুলিশ ও ডিএনসির উপপরিদর্শক, পরিদর্শকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং মাদক নিয়ন্ত্রণে নিজেদের মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ কুদরত-ই- খুদা বলেন, মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সকলকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow