মাদারীপুরে এক হৃদয়ভাঙা সন্ধ্যা, চার প্রাণ ঝরে গেল সড়কে
একটি ইজিবাইক চাপা দিয়ে সড়ক থেকে ছিটকে বাস চলে গেছে খাদে। তাতে দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইকের দুজন এবং বাসের একজন আরোহীর প্রাণ নিভে গেছে ঘটনাস্থলে, আরেকজন মারা গেছেন হাসপাতালে নেওয়ার পর। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে দ্রুতগতিতে চলা সার্বিক পরিবহনের বাস একটি ইজিবাইককে চাপা দেয়। তাতে জন্ম হয়েছে এই বিয়োগাত্মক ঘটনার।
What's Your Reaction?
