মাদারীপুরে ট্রিপল মার্ডার, হাত-পা বিচ্ছিন্নের কাজে ব্যবহৃত দা উদ্ধার
মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া হাত-পা বিচ্ছিন্নের কাজে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) রাতে মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আসামিরা হলেন- মুকুল বেপারী, ফয়সাল তালুকদার, শান্ত হাওলাদার, মোতালেব হোসেন মতু হাওলাদার ও বেলায়েত মৃধা। বাকিদের নাম জানা যায়নি।
কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, ইতোমধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া তিনটি মামলার গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশসহ সকল বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, গত ২৭ ডিসেম্বর ট্রিপল মার্ডারের ঘটনায় কালকিনি থানায় দুটি হত্যা মামলাসহ তিনটি মামলা হয়েছে। এতে প্রায় ২০০ জনকে এজাহারভুক্ত আসামি ও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। যেহেতু ঘটনা একই দিনে একই বিষয় নিয়ে সংগঠিত হয়েছে, সেহেতু আসামিদের বেশিরভাগই একাধিক মামলার সঙ্গে জড়িত। ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সোমবার রাতে হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল তালুকদারকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে নিহতের হাত-পা বিচ্ছিন্নের কাজে ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ। কালাই সরদারের চর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ব্যাগভর্তি হাতবোমাও পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সিরাজ চৌকিদারকে হত্যা করে প্রতিপক্ষ। এ ছাড়া বেশ কয়েকজনের পা কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় হতাহতদের পরিবার কালকিনি থানায় তিনটি পৃথক মামলা করেন।