মাদারীপুরে মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

6 hours ago 7

মাদারীপুরে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে মানবপাচারে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে জেলার ডাসার উপজেলার পূর্ব কোমলপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার ডাসার ইউনিয়নের পূর্ব কোমলপুর গ্রামের ফজলুল হক মাতুব্বরের ছেলে ফরহাদ মাতুব্বর (৫০) ও একই গ্রামের আব্দুর রশিদ মাতুব্বরের ছেলে শুভ মাতুব্বর (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরে ফরহাদ মাতুব্বর ও তার সহযোগী শুভ মাতুব্বরসহ বেশ কয়েকজন যুবক মিলে লিবিয়া দিয়ে ইউরোপের ইতালীসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে প্রতারণা করে আসছেন। তাদের বিরুদ্ধে ডাসার উপজেলার কোমলাপুর, বালিগ্রাম ও কাজীবাকাইসহ বিভিন্ন এলাকার মানুষকে বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে। এসব ঘটনাও তাদের নামে থানায় মামলা হলে ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেফতার ফরহাদ ও শুভর বিরুদ্ধে মানবপাচার মামলা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এমএস

Read Entire Article