মাদুরো অপহরণে যুক্তরাষ্ট্রের বিশেষ ‘গোপন অস্ত্র’, মুখ খুললেন ট্রাম্প
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্র এমন এক গোপন অস্ত্র ব্যবহার করেছে, যা আগে কখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়নি। এমন অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর এবং অচেনা সামরিক প্রযুক্তি পরীক্ষার জন্য ব্যবহার করেছে। পাদ্রিনো লোপেজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই অভিযানে ৪৭ জন ভেনেজুয়েলান সেনা নিহত হয়েছেন। এছাড়া মাদুরোর নিরাপত্তায় নিয়োজিত ৩২ জন কিউবান সেনাও মারা গেছেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এমন অস্ত্র ব্যবহার করেছে যা আগে কখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়নি এবং যা বিশ্বের আর কারও কাছে নেই। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে জানান, অভিযানে তারা একটি বিশেষ অস্ত্র ব্যবহার করেছে, যাকে তিনি ‘ডিসকমবোবুলেটর’ বলে উল্লেখ করেছেন। ট্রাম্প বলেন, “ওই অস্ত্র শত্রুর প্রতিরক্ষামূলক সরঞ্জাম অকার্যকর করে দেয়। এর বিষয়ে আমি বিস্তারিত বলতে পারি না।” একই সঙ্গে ট্রাম্প বলেন, এই ‘সনিক অস্ত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্র এমন এক গোপন অস্ত্র ব্যবহার করেছে, যা আগে কখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়নি। এমন অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর এবং অচেনা সামরিক প্রযুক্তি পরীক্ষার জন্য ব্যবহার করেছে।
পাদ্রিনো লোপেজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই অভিযানে ৪৭ জন ভেনেজুয়েলান সেনা নিহত হয়েছেন। এছাড়া মাদুরোর নিরাপত্তায় নিয়োজিত ৩২ জন কিউবান সেনাও মারা গেছেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এমন অস্ত্র ব্যবহার করেছে যা আগে কখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়নি এবং যা বিশ্বের আর কারও কাছে নেই।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে জানান, অভিযানে তারা একটি বিশেষ অস্ত্র ব্যবহার করেছে, যাকে তিনি ‘ডিসকমবোবুলেটর’ বলে উল্লেখ করেছেন। ট্রাম্প বলেন, “ওই অস্ত্র শত্রুর প্রতিরক্ষামূলক সরঞ্জাম অকার্যকর করে দেয়। এর বিষয়ে আমি বিস্তারিত বলতে পারি না।”
একই সঙ্গে ট্রাম্প বলেন, এই ‘সনিক অস্ত্র’ মাদুরোর কিউবান দেহরক্ষীদের লক্ষ্য করে ব্যবহার করা হয়েছিল। তিনি জানান, ঘটনাস্থলটি একটি অত্যন্ত সুরক্ষিত এলাকা, যেখানে বাড়িটি মূলত দুর্গ ও সামরিক ঘাঁটির মধ্যে অবস্থিত ছিল।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নিরাপত্তাকর্মীর পোস্ট শেয়ার করেছেন। পোস্টে বলা হয়েছে, অভিযানের সময় “কিছু একটা নিক্ষেপ করা হয়েছিল, যা ভীষণ তীব্র শব্দতরঙ্গের মতো। মাথার ভিতরে বিস্ফোরণ অনুভূত হচ্ছিল, নাক দিয়ে রক্ত পড়ছিল, কেউ কেউ বমি করছিল এবং সবাই মাটিতে লুটিয়ে পড়েছিল।”
পাদ্রিনো লোপেজের মতে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে একটি ‘অস্ত্র পরীক্ষাগার’ হিসেবে ব্যবহার করেছে এবং এই প্রযুক্তি ২০২৬ সালের ৩ জানুয়ারি ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছিল।
What's Your Reaction?