মাদুরোই এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট, সশস্ত্র বাহিনী মোতায়েন
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেছেন, দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরোই এখনো বৈধ ও সাংবিধানিক রাষ্ট্রপ্রধান। মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে- এমন দাবির প্রেক্ষাপটে রাষ্ট্র পরিচালনা ও ক্ষমতার উত্তরাধিকার নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, তার জবাবে তিনি এ মন্তব্য করেন। খবর প্রকাশ করেছে সিএনএন। শনিবার (৩ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ইভান গিল বলেন, ‘ভেনেজুয়েলার সংবিধান অত্যন্ত স্পষ্ট। নির্বাচিত ও সাংবিধানিক প্রেসিডেন্ট হলেন নিকোলাস মাদুরো মোরোস। তার শারীরিক উপস্থিতি ভেনেজুয়েলায় অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। যুক্তরাষ্ট্র সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা আমাদের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন।’ তিনি আরও জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার সংবিধান এখনও কার্যকর রয়েছে এবং সেই সংবিধান অনুযায়ীই রাষ্ট্র পরিচালিত হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী গিল জানান, দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পূর্ণ সক্ষমতায় কাজ করছে। তিনি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে, জনগণও সক্রিয় রয়েছে। মাতৃভূমি ও সার্বভৌমত্ব রক্ষায় সব শক্তি প্রস্তুত। বিশ্বাস রাখুন- ভেনেজুয়েলা একটি শক্তিশালী রাষ্ট্র।’ তিনি দ
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেছেন, দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরোই এখনো বৈধ ও সাংবিধানিক রাষ্ট্রপ্রধান। মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে- এমন দাবির প্রেক্ষাপটে রাষ্ট্র পরিচালনা ও ক্ষমতার উত্তরাধিকার নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, তার জবাবে তিনি এ মন্তব্য করেন। খবর প্রকাশ করেছে সিএনএন।
শনিবার (৩ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ইভান গিল বলেন, ‘ভেনেজুয়েলার সংবিধান অত্যন্ত স্পষ্ট। নির্বাচিত ও সাংবিধানিক প্রেসিডেন্ট হলেন নিকোলাস মাদুরো মোরোস। তার শারীরিক উপস্থিতি ভেনেজুয়েলায় অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। যুক্তরাষ্ট্র সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা আমাদের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন।’
তিনি আরও জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার সংবিধান এখনও কার্যকর রয়েছে এবং সেই সংবিধান অনুযায়ীই রাষ্ট্র পরিচালিত হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী গিল জানান, দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পূর্ণ সক্ষমতায় কাজ করছে। তিনি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে, জনগণও সক্রিয় রয়েছে। মাতৃভূমি ও সার্বভৌমত্ব রক্ষায় সব শক্তি প্রস্তুত। বিশ্বাস রাখুন- ভেনেজুয়েলা একটি শক্তিশালী রাষ্ট্র।’
তিনি দাবি করেন, ভেনেজুয়েলার সংবিধান অত্যন্ত দৃঢ় ও মজবুত এবং ইতিহাসের বিভিন্ন সংকটে যেমন রাষ্ট্র টিকে থেকেছে, তেমনি বর্তমান পরিস্থিতিও মোকাবিলা করতে সক্ষম।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বড় ধরনের হামলা চালিয়েছে। স্ত্রীসহ তাকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’
হামলার পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। একই সঙ্গে জাতীয় প্রতিরক্ষা বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতায় মোতায়েন করা হয়।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির সার্বভৌমত্ব ও সাংবিধানিক শাসনব্যবস্থা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
What's Your Reaction?