মাদুরোকে ‘অপরাধীর মতো হাঁটিয়ে নেওয়ার’ ভিডিও প্রকাশ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়ার’ মতো একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয় বলে জানিয়েছে সিএনএন। ভিডিওটির ওপর লেখা রয়েছে, ‘র্যাপিড রেসপন্স ৪৭’ এবং ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘পার্প ওয়াক (অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়া) করানো হলো।’ এতে দেখা যায়, কালো হুডি পরা অবস্থায় মাদুরো একটি করিডোর দিয়ে হাঁটছেন। করিডোরের নীল রঙের কার্পেটে লেখা রয়েছে ‘ডিইএ এনওয়াইডি’, যা যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর নিউইয়র্ক বিভাগকে নির্দেশ করে। ভিডিওতে আরও দেখা যায়, হাঁটার সময় সেখানে উপস্থিত এক ব্যক্তিকে মাদুরো ‘শুভ নববর্ষ’ বলে শুভেচ্ছা জানান। এই ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন https://x.com/PaulDMauro/status/2007624542156660903
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়ার’ মতো একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয় বলে জানিয়েছে সিএনএন।
ভিডিওটির ওপর লেখা রয়েছে, ‘র্যাপিড রেসপন্স ৪৭’ এবং ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘পার্প ওয়াক (অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়া) করানো হলো।’ এতে দেখা যায়, কালো হুডি পরা অবস্থায় মাদুরো একটি করিডোর দিয়ে হাঁটছেন। করিডোরের নীল রঙের কার্পেটে লেখা রয়েছে ‘ডিইএ এনওয়াইডি’, যা যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর নিউইয়র্ক বিভাগকে নির্দেশ করে।
ভিডিওতে আরও দেখা যায়, হাঁটার সময় সেখানে উপস্থিত এক ব্যক্তিকে মাদুরো ‘শুভ নববর্ষ’ বলে শুভেচ্ছা জানান।
এই ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
What's Your Reaction?