মাদুরোর বিরুদ্ধে নিজের নাচ নকলের অভিযোগ করলেন ট্রাম্প

মঞ্চে তখন বাজছে টেকনো মিউজিক। ছন্দহীন হাত নাড়াচাড়া আর শরীর দুলিয়ে হেলেদুলে নাচছেন এক রাষ্ট্রপ্রধান। কিন্তু সেই নাচ দেখে করতালির বদলে ধেয়ে এলো তীব্র কটাক্ষ। অভিযোগ উঠল, এই নাচ তো তার নিজস্ব নয়, বরং বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক ব্যক্তির সিগনেচার মুভ বা বিশেষ ভঙ্গিমার অবিকল নকল! হাস্যকর মনে হলেও বিষয়টি এখন বিশ্বরাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে এবার নিজের নাচের ভঙ্গি চুরির অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার ওয়াশিংটনে রিপাবলিকান নেতাদের এক সভায় ট্রাম্প কৌতুক করে বলেন, সে সেখানে দাঁড়িয়ে আমার নাচ নকল করার চেষ্টা করছে। তবে এই রসিকতার পেছনে রয়েছে এক রক্তাক্ত ও নাটকীয় পটভূমি। গত শনিবার এক শ্বাসরুদ্ধকর অভিযানে কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। সেই অভিযানে অন্তত ডজনখানেক মানুষের মৃত্যু হয়। বর্তমানে নিউইয়র্কের ফেডারেল আদালতে মাদুরোর বিচার প্রক্রিয়া চলছে। ট্রাম্পের দাবি, মাদুরো তার নাচের মাধ্যমে মার্কিন সামরিক শক্তিকে উপহাস করছিলেন, যা শেষ পর্যন্ত তাকে আটক

মাদুরোর বিরুদ্ধে নিজের নাচ নকলের অভিযোগ করলেন ট্রাম্প

মঞ্চে তখন বাজছে টেকনো মিউজিক। ছন্দহীন হাত নাড়াচাড়া আর শরীর দুলিয়ে হেলেদুলে নাচছেন এক রাষ্ট্রপ্রধান। কিন্তু সেই নাচ দেখে করতালির বদলে ধেয়ে এলো তীব্র কটাক্ষ।

অভিযোগ উঠল, এই নাচ তো তার নিজস্ব নয়, বরং বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক ব্যক্তির সিগনেচার মুভ বা বিশেষ ভঙ্গিমার অবিকল নকল! হাস্যকর মনে হলেও বিষয়টি এখন বিশ্বরাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে এবার নিজের নাচের ভঙ্গি চুরির অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত মঙ্গলবার ওয়াশিংটনে রিপাবলিকান নেতাদের এক সভায় ট্রাম্প কৌতুক করে বলেন, সে সেখানে দাঁড়িয়ে আমার নাচ নকল করার চেষ্টা করছে। তবে এই রসিকতার পেছনে রয়েছে এক রক্তাক্ত ও নাটকীয় পটভূমি।

গত শনিবার এক শ্বাসরুদ্ধকর অভিযানে কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। সেই অভিযানে অন্তত ডজনখানেক মানুষের মৃত্যু হয়।

বর্তমানে নিউইয়র্কের ফেডারেল আদালতে মাদুরোর বিচার প্রক্রিয়া চলছে। ট্রাম্পের দাবি, মাদুরো তার নাচের মাধ্যমে মার্কিন সামরিক শক্তিকে উপহাস করছিলেন, যা শেষ পর্যন্ত তাকে আটকের সিদ্ধান্ত নিতে হোয়াইট হাউসকে প্ররোচিত করেছে। কেবল নাচ নিয়ে ব্যঙ্গ করেই ক্ষান্ত হননি ট্রাম্প।

তিনি গুরুতর অভিযোগ তুলে বলেন, মাদুরো একজন সহিংস মানুষ, তিনি লাখ লাখ মানুষকে হত্যা করেছেন।

কারাকাসের কেন্দ্রে মাদুরো একটি বিশাল নির্যাতন কক্ষ বা টর্চার চেম্বার চালাতেন বলেও দাবি করেন তিনি। মজার ব্যাপার হলো, ট্রাম্পের এই অদ্ভুত নাচ নিয়ে খোদ তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পও বিরক্ত। ট্রাম্প নিজেই জানিয়েছেন, মেলানিয়া তার এই নাচকে অপ্রেসিন্ডেনশিয়াল বা প্রেসিডেন্টের জন্য অশোভন বলে মনে করেন। তবে ট্রাম্পের দাবি, সাধারণ মানুষ তার এই নাচ দেখার জন্যই পাগল হয়ে থাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow