মাদুরোর মতো আরেক নেতাকে ধরার আহ্বান জেলেনস্কির
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের মতো একটি বিশেষ অভিযানে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরভকে লক্ষ্য করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করা এবং প্রয়োজনে কাদিরভের বিরুদ্ধে সরাসরি ‘অপারেশন’ চালানো। বুধবার (০৭ জানুয়ারি) আনাদোল এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর চাপ দেওয়ার জন্য উপায় খুঁজে বের করুন। মাদুরোর ঘটনাটি তো আপনারাই দেখিয়েছেন। এখন ফলাফল সবার সামনে, পুরো বিশ্বের সামনে। খুব দ্রুতই তারা সেটা করেছে। তিনি বলেন, তাহলে কাদিরভের ক্ষেত্রেও এমন কিছু করা হোক। হয়তো তখন পুতিন বিষয়টি বুঝবে এবং চিন্তা করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কিয়েভ কূটনৈতিক সমাধানের জন্য ‘সবকিছুই করছে’, তবে রাশিয়ার অবস্থানের কারণে শান্তি প্রক্রিয়া ব্যর্থ হলে ইউক্রেনকে প্রস্তুত থাকতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ভূমিকা ‘উৎপাদনশীল’, কিন্তু মস্কোর ওপর আরও কঠোর চাপ প্রয়োগ প্রয়োজন। তিনি বলেন, তাদের হাতে উপায় আছে, তারা জানে কীভাবে করতে হয়। য
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের মতো একটি বিশেষ অভিযানে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরভকে লক্ষ্য করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করা এবং প্রয়োজনে কাদিরভের বিরুদ্ধে সরাসরি ‘অপারেশন’ চালানো।
বুধবার (০৭ জানুয়ারি) আনাদোল এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর চাপ দেওয়ার জন্য উপায় খুঁজে বের করুন। মাদুরোর ঘটনাটি তো আপনারাই দেখিয়েছেন। এখন ফলাফল সবার সামনে, পুরো বিশ্বের সামনে। খুব দ্রুতই তারা সেটা করেছে।
তিনি বলেন, তাহলে কাদিরভের ক্ষেত্রেও এমন কিছু করা হোক। হয়তো তখন পুতিন বিষয়টি বুঝবে এবং চিন্তা করবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কিয়েভ কূটনৈতিক সমাধানের জন্য ‘সবকিছুই করছে’, তবে রাশিয়ার অবস্থানের কারণে শান্তি প্রক্রিয়া ব্যর্থ হলে ইউক্রেনকে প্রস্তুত থাকতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ভূমিকা ‘উৎপাদনশীল’, কিন্তু মস্কোর ওপর আরও কঠোর চাপ প্রয়োগ প্রয়োজন।
তিনি বলেন, তাদের হাতে উপায় আছে, তারা জানে কীভাবে করতে হয়। যখন তারা সত্যিই চায়, তখন পথ বের করতেই পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেন যেন অগ্রাধিকার থাকে।
What's Your Reaction?