মাদুরোর মুক্তি নিয়ে চীনের বার্তা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দ্রুত মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দাবি জানায়। বিবৃতিতে বলা হয়, মাদুরো ও তার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে ভেনেজুয়েলার সরকারকে অস্থিতিশীল করা থেকে বিরত থাকতে এবং সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানায় বেইজিং। চীন আরও জানায়, জোরপূর্বক কোনো পদক্ষেপ পরিস্থিতি আরও জটিল করে তুলবে এবং এতে আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। উল্লেখ্য, শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন। মার্কিন কর্তৃপক্ষ মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক পাচার, অস্ত্র চোরাচালানসহ একাধিক অভিযোগ এনেছে। এসব অভিযোগের বিচার প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে। সূত্র: সিএনএন

মাদুরোর মুক্তি নিয়ে চীনের বার্তা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দ্রুত মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দাবি জানায়।

বিবৃতিতে বলা হয়, মাদুরো ও তার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে ভেনেজুয়েলার সরকারকে অস্থিতিশীল করা থেকে বিরত থাকতে এবং সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানায় বেইজিং।

চীন আরও জানায়, জোরপূর্বক কোনো পদক্ষেপ পরিস্থিতি আরও জটিল করে তুলবে এবং এতে আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

উল্লেখ্য, শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন।

মার্কিন কর্তৃপক্ষ মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক পাচার, অস্ত্র চোরাচালানসহ একাধিক অভিযোগ এনেছে। এসব অভিযোগের বিচার প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে।

সূত্র: সিএনএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow