আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন মাদ্রাসাগুলোর সঠিক তালিকা জরুরিভাবে চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
সম্প্রতি এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, নির্বাচনী প্রস্তুতি হিসেবে এসব মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করতে কেন্দ্রগুলোর নাম, সংখ্যা ও ঠিকানা জানতে চাওয়া হয়েছে।
অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, আজকের মধ্যে সংশ্লিষ্ট সব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে এই তালিকা ই-মেইলে জমা দিতে হবে।
মাদ্রাসাগুলোর তালিকা ও সংখ্যা জরুরিভাবে
[email protected] ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
এবারের নির্বাচনের তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার শেষ হবে আগামী ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন।
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।