মাদ্রিদে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

3 months ago 22

বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলি তথা ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে (২৪ জুন) সংগঠনের সভাপতি মো. দুলাল সাফার সভাপতিত্বে মাদ্রিদে সভা অনুষ্ঠিত হয়। স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের ঢালী আহমদ আসাদুর রহমান সাদ, আব্বাস আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বেপারী, যুবলীগ নেতা মামুন হাওলাদার।

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে জন্ম হয় আওয়ামী লীগের। জন্মের পর থেকে বাঙালি জাতির কল্যাণে কাজ করে আসছে দলটি। পাকিস্তানি শাসকদের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে বাঙালিদের ঐক্যবদ্ধ করেছে আওয়ামী লীগ।

বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলি তথা ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী মাদ্রিদস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

যুদ্ধ করে স্বাধীনতা এনেছে আওয়ামী লীগ। বাঙালি জাতির যত অর্জন সব এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবে।

বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলি তথা ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী মাদ্রিদস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

এ সময় তৃণমূল আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. হারুন আব্বাস মিয়া, শামসুল ইসলাম, আব্দুল আজিজ আব্দুল্লাহ হাবিবুর রহমানসহ অনেকেই।

সভাপতির বক্তব্যে মো. দুলাল সাফা বলেন, মুসলিম লীগের দুংশাসন ও দমননীতির মুখে আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগের প্রাণপুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির সবচেয়ে বড় অর্জন মাতৃভূমির স্বাধীনতা। এই স্বাধীন বাংলাদেশটিকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করার লড়াই চলছে। এই লড়াইয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে।

বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলি তথা ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী মাদ্রিদস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেকসহ সিলেট বন্যাসহ উন্নয়নসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এমআরএম/জেআইএম

Read Entire Article