মাধবপুরে ৬ হাজার ইয়াবাসহ নারী আটক

6 hours ago 12

হবিগঞ্জের মাধবপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বিজিবি। সোমবার উপজেলার সাহেবনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রেহেনা বেগম (৪০) ওই উপজেলার চৈতন্যপুর গ্রামের মালেক মিয়ার স্ত্রী।

বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

বিজিবি জানায়, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির টহল দল সাহেবনগর এলাকা থেকে রেহেনাকে আটক করে। তাকে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার বাজারমূল্য ১৭ লাখ ৮৫ হাজার টাকা। আটক নারীকে উদ্ধার ইয়াবাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়ের পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএইচআর

Read Entire Article