মানবতার এক নিঃশব্দ পাঠ: দক্ষিণ কোরিয়ার মানুষ
ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়িয়ে আমি প্রথম ধাক্কাটা খেলাম মানুষের ব্যবহার দেখে। অফিসাররা মার্জিত, ধীর, গভীর ভদ্রতায় কথা বলছিল। তারা ইংরেজি জানে, তবু নিজেদের ভাষাকে আগলে রাখে। কারণ, এই জাতির শিরায় শিরায় বইছে দেশের প্রতি অপরিসীম ভালোবাসা।
ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়িয়ে আমি প্রথম ধাক্কাটা খেলাম মানুষের ব্যবহার দেখে। অফিসাররা মার্জিত, ধীর, গভীর ভদ্রতায় কথা বলছিল। তারা ইংরেজি জানে, তবু নিজেদের ভাষাকে আগলে রাখে। কারণ, এই জাতির শিরায় শিরায় বইছে দেশের প্রতি অপরিসীম ভালোবাসা।