মানবাধিকার দিবসে ঢাবিতে ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত 

2 weeks ago 14

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘মানবাধিকার রক্ষায় যুবসমাজকে ক্ষমতায়ন’ শীর্ষক এক ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটরিয়ামে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ এবং বেসরকারি সংস্থা ‘আমরা নারী’ যৌথভাবে এ সেশন আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভাগের প্রভাষক তনিমা ম্যাগডেলিনা কোড়াইয়া এবং ইসলামিক স্কলার সৈয়দ জুলফিকার জহুর। বাংলাদেশ পুলিশের ডিআইজি কাজী জিয়া উদ্দিন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আমরা নারীর প্রতিষ্ঠাতা এমএম জাহিদুর রহমান বিপ্লব অনুষ্ঠান সঞ্চালন করেন। 

মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং সমাজে ন্যায়বিচার ও অন্তর্ভুক্তির সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার্থী ও যুব সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষাবিদ, গণমাধ্যম কর্মী এবং মানবাধিকার কর্মীদের মধ্যে মতবিনিময় ও আলোচনা হয়। এছাড়াও গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মানবাধিকার প্রচারের আহ্বান জানানো হয়।

Read Entire Article