মানবিক করিডোর নিয়ে সিদ্ধান্ত হয়নি : উপপ্রেস সচিব আজাদ

5 months ago 74

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেছেন, মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি, তাই সীমান্ত জনপদের মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। 

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে কক্সবাজারে সাংবাদিকদের এক কর্মশালায় তিনি এ কথা জানান। সকাল থেকে দিনব্যাপী শহরের লাবণী পয়েন্টে একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কক্সবাজার প্রেস ক্লাবের আয়োজনে এবং এনজিও সংস্থা ফ্রেন্ডশিপের সহযোগিতায় কর্মশালার উদ্বোধন করেন প্রেস ক্লাব সভাপতি মাহাবুবর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন। কর্মশালায় স্থানীয় ৫০ সাংবাদিক অংশ নেন।

এ সময় তিনি আরও বলেন, মফস্বলের সাংবাদিকরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে সংবাদ পরিবেশন করে থাকেন। রোহিঙ্গা ইস্যু, মাদক ও মানব পাচার, চোরাচালানসহ বিভিন্ন প্রেক্ষাপটে তাদের সংবাদ সংগ্রহ ও পরিবেশন খুবই চ্যালেঞ্জিং। বিশেষ করে মিয়ানমার ও ভারত সীমান্ত এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।

এ সময় প্রশিক্ষক হিসেবে আরও বক্তব্য দেন ফ্রেন্ডশিপের হেড অব কমিউনিকেশন তানজিলা শারমিন, কক্সবাজার পিবিআইর পুলিশ সুপার মতিউর রহমান, বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন, ফ্রেন্ডশিপ স্বাস্থ্য বিভাগের ডা. শাহনূরসহ অন্যরা।

Read Entire Article