মানবিক কাজে উৎসাহ দেওয়ার আহ্বান তারেক রহমানের

1 day ago 10

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের যেমন অনেক সংকট আছেন, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চান। যারা মানবিক কাজ করতে চান তাদের উৎসাহ দেওয়া উচিত, তাদের উৎসাহ দিন।

তিনি বলেন, শুধু রাজনীতি করলেই মানুষের পাশে দাঁড়ানো যায় না। রাজনীতির বাইরেও মানুষের অনেক কিছু করার আছে।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‌‘আমরা বিএনপি পরিবারের’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ আহ্বান জানান তিনি।

আওয়ামী শাসনামলের বিভিন্ন সময় নিপীড়িত নির্যাতিত আর গুম খুনের শিকার পরিবারের পাশে দাঁড়াতে এক বছর আগের এ দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় আত্মপ্রকাশ করেছিল ‘আমরা বিএনপি পরিবার’ নামের মানবিক এ সংগঠন।

প্রতিষ্ঠার শুরু থেকে দেশের বিভিন্ন এলাকায় জাতীয়তাবাদী দলের নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের সহায়তা করেছে সংগঠনটি। সবশেষ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত নিহতদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সামগ্রীসহ আর্থিক সহায়তা দিয়েছে সংগঠনটি। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাই স্মরণ করেন নেতারা।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যুক্ত হয়ে সংগঠনটির সার্বিক পথচলার প্রশংসা করে আগামীর জন্য উৎসাহ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, শুধু রাজনীতি করলেই মানুষের কল্যাণ করা যায় না এর বাইরেও যারা মানুষের জন্য কাজ করতে চায় তাদেরকে উৎসাহ দেওয়া উচিত।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও দলের যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, উপদেষ্টা ও দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা ও দলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা ও বিএনপি নেতা মো. আবুল কাশেম ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য নাজমুল হাসান প্রমুখ।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ আলোচনা সভাটি পরিচালনা করেন। এ সময় বিএনপির সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদত হোসেন ও ‘আমরা বিএনপি পরিবার’-এর গণমাধ্যম সমন্বয়ক জাহিদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহ উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএএইচ/

Read Entire Article