মানসিক ভারসাম্যহীন আলামিনের সন্ধান চায় পরিবার

2 months ago 30

মানসিক ভারসাম্যহীন মো. আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ৩০ নভেম্বর (শনিবার) বিকেল ৩টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয় আলামিন। তারপর সে আর বাসায় ফেরেনি।

জানা গেছে, পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নিলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে গত বুধবার (৪ ডিসেম্বর) কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। জিডি নম্বর-২২৪।

মো. আলামিনের বয়স ১৩ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং ফরসা,  মুখমণ্ডল গোলাকার, স্বাস্থ্য পাতলা, পরনে গেঞ্জি ও জিন্স প্যান্ট ছিল।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ বা কোনো তথ্য পেয়ে থাকেন তবে নিকটস্থ থানা অথবা নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ : মোছা. মনোয়ার ওরফে রুমানা আক্তার (৪০), পিতা : ইদ্রিস আলী, মাতা : সাদিয়া খাতুন, গ্রাম : ঝাউলাহাটি, ৫৫নং ওয়ার্ড, থানা : কামরাঙ্গীরচর, জেলা : ঢাকা। মোবাইল : ০১৮৭৮৭৮৬৪১৫।

Read Entire Article