মানসিক সমস্যায় ভুগছেন এমবাপে!

6 days ago 10

কিলিয়ান এমবাপে ফর্মে নেই। যে কারণে গতিময় ফরোয়ার্ডকে ছাড়াই নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে খেলতে নামে ফ্রান্স। এমবাপেকে ছাড়া নেমে অবশ্য ভালো করতে পারেনি ফরাসিরা। শক্তিমত্তায় অনেকটা পিছিয়ে দলটির বিপক্ষে গোলশূন্য ড্র করে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এতেই বোঝা যাচ্ছে, ফ্রান্স দলে কতটা প্রভাব এমবাপের।

এমবাপেকে কেন নেওয়া হয়নি, কারণ সাংবাদিকদের এখনো স্পষ্ট করে বোঝাতে পারেননি ফ্রান্স কোচ দেদিয়ের দেশম। তিনি অবশ্য নিজের অবস্থা ভালোভাবে পরিষ্কারও করেননি। যে কারণে ফরাসি কোচের বারবারই এমবাপেকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়। ম্যাচের আগে দেশমের কাছে জানতে চাওয়া হয়েছিল এমবাপে স্কোয়াডে না থাকার বিষয়ে। ম্যাচের পরেও সেই একই প্রশ্ন।

বৃহস্পতিবার রাতে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের পর দেশম সাংবাদিকদের জানান, এমবাপের শারিরীক ও মানসিক সমস্যা রয়েছে। যে কারণেই তিনি ভালো খেলতে পারছেন না।

দেশম ব্রডকাস্টার ‘টিএফওয়ান’কে বলেন, ‘এটা সত্য যে, সে একটা কঠিন পরিস্থিতিতে আছে। সে এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যা তার ক্যারিয়ারের জন্য সুখকর নয়।’

ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নে এমবাপেকে একা থাকতে দেওয়ার কথা বলেছিলেন দেশম। কিন্তু কেন এমন মুখে, তা অবশ্য ব্যাখ্যা করেননি তিনি। এবার যেন কিছুটা ইঙ্গিত দিলেন দেশম।

দেশম বলেন, ‘সে (এমবাপে) খেলতে চেয়েছিল। আমি মনে করি, এই মুহূর্তে তার জন্য (দলে না থাকা) ভালো। প্রত্যেকেরই একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হতে পারে। এখানে শারীরিক বিষয় আছে, মানসিকও বটে।’

গেল অক্টোবরের মাঝামাঝিতে সুইডেনে দাবিকৃত এক ধর্ষণের ঘটনায় নাম জড়ায় এমবাপের। স্টোকহোমের সেই ঘটনার সত্যতা যাছাইয়ের জন্য তদন্ত শুরুর কথাও জানায় দেশটির গণমাধ্যম। তবে ওই ঘটনায় এমবাপে জড়িত নয় বলে জানায় তার প্রতিনিধিরা। লা লিগায় নিজের ক্লাব রিয়াল মাদ্রিদকেও পাশে পান এমবাপে।

এ ঘ্টনার কারণে মানসিক অস্বস্তি অনুভব করতে পারেন ফরাসি ফরোয়ার্ড, এমন ধারণা থেকেই হয়তো মন্তব্যটি করেন দেশম।

ইসরায়েলের বিপক্ষে না জিতলেও খুব বেশি ক্ষতি হয়নি ফ্রান্সের। নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট হাতে পেয়ে গেছে ফরাসিরা। তবে ম্যাচটা হার উচিত হয়নি বলে মনে করেন দেশম।

ফরাসি কোচ বলেন, ‘যেমন খেলেছি, তাতে সন্তুষ্ট হতে পারছি না। আমাদের জেতা উচিত ছিল। এমন প্রতিপক্ষের বিপক্ষে আরও ভালো কিছু করতে পারতাম, কিন্তু যেটা করেছি, তা নগণ্য। আমরা অনেক সময় নষ্ট করেছি। আমাদের জেতার সম্ভাবনা ছিল। কিন্তু আমরা যথেষ্ট কাজ করতে পারিনি। দ্বিতীয়ার্ধে আরও বেশি শক্তি ছিল। তবুও গোল করতে পারিনি।’

এমএইচ/এএসএম

Read Entire Article