মানিকগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মানিকগঞ্জে কালগঙ্গা নদীতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার গিলন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো– গিলন্ড এলাকার জাকির হোসেনের ছেলে জামিল (২ বছর ৩ মাস) এবং আসগর আলীর ছেলে জুনায়েদ (২ বছর ৬ মাস)। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দাদির সাথে গেরস্থ বাড়ি থেকে দুধ আনতে যায় দুই নাতি। দুধ আনার পর দাদী বাড়ি ফিরে এলেও দুই নাতি আর বাড়িতে ফিরে আসেনি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে এক ব্যক্তি জানান, কালগঙ্গা নদীতে দুটি শিশুর লাশ ভাসতে দেখা গেছে। খবর পেয়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত জামিলের বাবা আলী আকবর ঢাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন এবং জুনায়েদের বাবা আসগর আলী গার্মেন্টস শ্রমিক। দুই শিশুই আপন চাচাতো ভাই। হঠাৎ এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মানিকগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মানিকগঞ্জে কালগঙ্গা নদীতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার গিলন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো– গিলন্ড এলাকার জাকির হোসেনের ছেলে জামিল (২ বছর ৩ মাস) এবং আসগর আলীর ছেলে জুনায়েদ (২ বছর ৬ মাস)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দাদির সাথে গেরস্থ বাড়ি থেকে দুধ আনতে যায় দুই নাতি। দুধ আনার পর দাদী বাড়ি ফিরে এলেও দুই নাতি আর বাড়িতে ফিরে আসেনি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে এক ব্যক্তি জানান, কালগঙ্গা নদীতে দুটি শিশুর লাশ ভাসতে দেখা গেছে। খবর পেয়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত জামিলের বাবা আলী আকবর ঢাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন এবং জুনায়েদের বাবা আসগর আলী গার্মেন্টস শ্রমিক। দুই শিশুই আপন চাচাতো ভাই। হঠাৎ এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মানিকগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
What's Your Reaction?