মানিকগঞ্জে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষে একজনকে পিটিয়ে হত্যা

2 hours ago 2

মানিকগঞ্জের দৌলতপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের জেরে ইউসুফ বেপারী (৫৭) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে দৌলতপুর উপজেলার মান্দারতা এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ মান্দারতা গ্রামের পিয়ার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাতে মান্দারতা স্কুল মাঠে সিরাজ বেপারী ব্যাডমিন্টন খেলতে গেলে প্রতিপক্ষের খেলোয়াড় দিদার ও লিটনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জেরে প্রতিবেশী এলমেস, লিটন, দিদারসহ আট-দশজন সিরাজের বাবা ইউসুফ বেপারীকে বাড়ি থেকে তুলে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঘিওর হাসপাতালে ও পরে মুন্নু মেডিকেল এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ইউসুফ বেপারীর ছেলে ও সিরাজের ভাই হাবিব বলেন, বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জাগো নিউজকে বলেন, নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

সজল আলী/এএইচ/এএসএম

Read Entire Article