মানিকগঞ্জে শীতকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খান বানিয়াড়া মাঠ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে এক টুকরো ফুটবল নগরীর রূপ নেয়। দর্শকে ঠাসা মাঠ, বাহারি রঙিন পতাকা আর উচ্ছ্বসিত তরুণদের বাঁশির আওয়াজের মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া মাঠে পা রাখলে করতালি আর উল্লাসে শুরু হয় মানিকগঞ্জে শীতকালীন ফুটবল উৎসব।শনিবার বিকেল সাড়ে ৩টায় জয়মন্টপ ইউনিয়নের খান বানিয়াড়া খেলার মাঠে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মানিকগঞ্জসহ তিন জেলার মোট ৮টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে, যা স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহকে নতুন মাত্রা যোগ করেছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালাচান মিয়া যুব স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি ও মানিকগঞ্জ ব্রাদার্স ক্লাব। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলে জয় তুলে নেয় কালাচান মিয়া যুব স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি।খেলা শেষে দর্শকদের উচ্ছ্বাসের মাঝেই কথা বলেন জামাল ভূঁইয়া। তিনি বলেন, জাতীয় দল গত কয়েক বছরে ভালো খেলেছে এবং সামনে আরও ভালো করবে। গ্রামের মাঠে এত মানুষের ফুটবল উন্মাদনা দেখে তিনি আনন্দিত বলেও জানান। খেলা দেখতে স্থানীয় বাসিন্

মানিকগঞ্জে শীতকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খান বানিয়াড়া মাঠ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে এক টুকরো ফুটবল নগরীর রূপ নেয়। দর্শকে ঠাসা মাঠ, বাহারি রঙিন পতাকা আর উচ্ছ্বসিত তরুণদের বাঁশির আওয়াজের মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া মাঠে পা রাখলে করতালি আর উল্লাসে শুরু হয় মানিকগঞ্জে শীতকালীন ফুটবল উৎসব।

শনিবার বিকেল সাড়ে ৩টায় জয়মন্টপ ইউনিয়নের খান বানিয়াড়া খেলার মাঠে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মানিকগঞ্জসহ তিন জেলার মোট ৮টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে, যা স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহকে নতুন মাত্রা যোগ করেছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালাচান মিয়া যুব স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি ও মানিকগঞ্জ ব্রাদার্স ক্লাব। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলে জয় তুলে নেয় কালাচান মিয়া যুব স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি।

খেলা শেষে দর্শকদের উচ্ছ্বাসের মাঝেই কথা বলেন জামাল ভূঁইয়া। তিনি বলেন, জাতীয় দল গত কয়েক বছরে ভালো খেলেছে এবং সামনে আরও ভালো করবে। গ্রামের মাঠে এত মানুষের ফুটবল উন্মাদনা দেখে তিনি আনন্দিত বলেও জানান। খেলা দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ফুটবলপ্রেমীরা খান বানিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের চারপাশে ভিড় জমান। কেউ গাছের ডালে বসে, কেউ আবার মাঠের সীমানায় দাঁড়িয়ে পুরো ম্যাচ উপভোগ করেন।

আয়োজক কমিটির প্রধান নুর এ জামান পিয়াস জানান, তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। তিনি বলেন, নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট হলে এলাকার তরুণরা খেলাধুলায় আরও বেশি আগ্রহী হবে।

উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন মাঠ পরিচালনা কমিটির সভাপতি আল ফাত্তাহ খান মিন্টু, আয়োজক কমিটির উপদেষ্টা মুরাদ হোসেন খান, সদস্য নাফিসা খান আনজুমসহ আয়োজক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow