মানিকগঞ্জে সড়কের পাশে মিললো নারীর কার্টনবন্দি মরদেহ

6 days ago 10

মানিকগঞ্জ সদরে সড়কের পাশে পরিত্যক্ত এসির কার্টন থেকে মাঝবয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকা থেকে দুপুর ২টার দিকে কার্টনবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এরআগে সকালে বাঁশের ঝাড়ে কার্টনে আবদ্ধ বস্তু দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দেয়।

পুটাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য চিত্তরঞ্জন সরকার বলেন, স্থানীয় বাসিন্দারা সকালে আমাকে জানালে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে কার্টনের বক্সটাকে বাঁশের ঝাড় থেকে তুলে রাস্তার পাড়ে রাখতে বলি। তখন কার্টন থেকে দুর্গন্ধ ও রক্ত বের হচ্ছিলো। পরে খবর পুলিশ এসে কার্টন খুলে মাঝবয়সী নারীর মরদেহ উদ্ধার করে।

মানিকগঞ্জে সড়কের পাশে মিললো নারীর কার্টনবন্দি মরদেহ

গ্রাম পুলিশ মো. হোসেন আলী বলেন, মেম্বার (চিত্তরঞ্জন সরকার) আমাকে ফোন দিয়ে জানালে আমি ঘটনাস্থলে এসে বাঁশের ঝাড় থেকে কার্টনটি তুলে রাস্তায় রাখি। পরে পুলিশ এসে কার্টন খুলে ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জাগো নিউজকে বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট পরিচয় শনাক্তে কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. সজল আলী/এমএন/এএসএম

Read Entire Article