প্রায় অর্ধশতাব্দীকাল পূর্বে, নাসা আমাদের মহাবিশ্বে পাঠাইয়াছিল ক্ষুদ্র মহাকাশযান-ভয়েজার ১ ও ভয়েজার ২। উহারা আজ সূর্যের সীমানা অতিক্রম করিয়া প্রবেশ করিয়াছে আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যে। ১৯৭৭ সালে উৎক্ষেপিত এই দুইটি প্রোবের বাহনে মানুষ প্রথম পাঠাইয়াছিল এক অমূল্য বার্তা-গোল্ডেন রেকর্ড। পৃথিবীর ভাষা, সংগীত, প্রাণপ্রকৃতি, বৈজ্ঞানিক চিত্র, এমনকি হৃদয়ের অনুভব-সকল কিছুই ধারণ করা হইয়াছে এই একটিমাত্র ধাতব... বিস্তারিত