মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে : কর্নেল অলি

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। এই রায়ের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।   কর্নেল অলি বলেন, ন্যায়বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। এই রায়ের মাধ্যমে শহীদ পরিবার ন‍্যায় বিচার পেয়েছে। শেখ হাসিনার বানানো আদলতে তার বিচার হওয়ায় এটাই প্রমাণিত হয়েছে যে অন‍্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে। শুধু শেখ হাসিনাকে সাজা দিলেই হবে না, আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। তিনি আরও বলেন, কোনো অপরাধীই যে আইনের ঊর্ধ্বে নয়, সেটির উদাহরণ আজকের এ রায়, আগামী দিনে বিচার কাজের সঙ্গে জড়িত কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন, সেই শিক্ষা দেবে আজকের এই ঘটনা।

মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে : কর্নেল অলি

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত।

এই রায়ের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
 
কর্নেল অলি বলেন, ন্যায়বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। এই রায়ের মাধ্যমে শহীদ পরিবার ন‍্যায় বিচার পেয়েছে। শেখ হাসিনার বানানো আদলতে তার বিচার হওয়ায় এটাই প্রমাণিত হয়েছে যে অন‍্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে। শুধু শেখ হাসিনাকে সাজা দিলেই হবে না, আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে।

তিনি আরও বলেন, কোনো অপরাধীই যে আইনের ঊর্ধ্বে নয়, সেটির উদাহরণ আজকের এ রায়, আগামী দিনে বিচার কাজের সঙ্গে জড়িত কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন, সেই শিক্ষা দেবে আজকের এই ঘটনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow