ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর থেকেই আলোচনায় তারই একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ও কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। নিজেদের সম্পর্ক নিয়ে তিনি এরই মধ্যে ভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন। সম্প্রতি এই কনটেন্ট ক্রিয়েটর জানান, মানুষের কাছে তিনি মীর জাফর হয়ে গেছেন। তার পরবিার প্রতিনিয়ত বুলিংয়ের শিকার হচ্ছেন।
একটি বেসরকারি টিভি চ্যানেলকে রাহী বলেন, ‘তৌহিদ আফ্রিদির সঙ্গে আমি শুধু কাজ করতাম। কিন্তু সবাই মনে করছে, তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। বিষয়টি এমন কিছুই নয়। এখন তিনি গ্রেপ্তারের পর অভিযোগ উঠেছে আমি তাকে ধরিয়ে দিয়েছি। মানুষের কাছে আমি মীর জাফর হয়ে গেছি। সবাই আমার পাশাপাশি পরিবারকেও বুলিং করা শুরু করেছে। এখন আমার বেঁচে থাকাকেই কষ্ট হয়ে গেছে।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তানভীর রাহী বলেন, “তৌহিদ আফ্রিদি ক্যামেরার সামনে একরকম, পেছনে পুরো উল্টো। ক্যামেরার বাইরে সে একেবারে ‘ভয়ংকর’ একজন মানুষ।”
ভিডিওতে তিনি আরও জানান, ইউটিউব জগতে অনেকেই আফ্রিদিকে বাঘের মতো ভয় পেতেন।