মৃত্যুর পর অন্যরা আমাদের কতটা মনে রাখবে এই নিয়ে মানুষের একটা সাধারণ চিন্তা কমবেশি হয়ত উদয় হয়। ভারতের মোহনলাল নিজেও এর ব্যতিক্রম ছিলেন না। অবশ্য মৃত্যুর পর মানুষের প্রতিক্রিয়া ও ভালোবাসা বুঝতে চিন্তাভাবনাতেই সীমাবদ্ধ থাকেননি তিনি। আয়োজন করেন নিজের শেষকৃত্যানুষ্ঠান। মৃত সেজে খাটিয়ায় শুয়েও থাকেন।
বিহারের গয়া জেলার গুরারু ব্লকের কোনচি গ্রামের বাসিন্দা ৭৪ বছর বয়সি মোহন লাল বিমানবাহিনীর একজন সাবেক... বিস্তারিত