মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি : নুরুদ্দিন আহাম্মেদ অপু

5 hours ago 8

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, দীর্ঘ কারাভোগের পর প্রিয় জন্মভূমির মাটিতে ফিরে এসে আমি আবেগে আপ্লুত। এ এলাকার মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জে পথসভা ও গণসংযোগে এ কথা বলেন তিনি।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব। বিএনপি জনগণের দল, এ দলকেই ক্ষমতায় আনতে হবে। 

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরে কাজ করার পর এ এলাকায় কাজ করার দরকার ছিল না। ভেদরগঞ্জ উপজেলার ইউনিয়নের ভেতরের রাস্তা দেখে খুব হতাশ হলাম, ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। 

প্রায় ৮ বছর পর নিজ গ্রাম কোদালপুরে আসেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তার আগমনকে কেন্দ্র করে ভেদরগঞ্জে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নেতাকর্মীরা জানান, তারেক রহমানের বিশ্বস্ত সহচর মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর আগমন বিএনপির কর্মীদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে। আসন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় ভেদরগঞ্জ হবে দক্ষিণাঞ্চলের আলোচনার একটি কেন্দ্রবিন্দু।

সভাস্থলে উপস্থিত ছিলেন- ভেদরগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, উপজেলা যুবদল নেতা আবু সায়েম খান, উপজেলা যুবদল নেতা রাসেল মৃধা, জেলা মহিলা দলের নেত্রী নিপা আক্তার, সাবেক কমিশনার রাশেদা গনি, পৌর বিএনপির, ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Read Entire Article