কাকের কণ্ঠে সেই কর্কশ ডাক নেই, যেন মানুষের ভাষাতেই কথা বলছে। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মানুষের মতো গলা নকল করে কাকের কথা বলার ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার একটি প্রত্যন্ত গ্রামে। সেই গ্রামে বাবা-মায়ের সঙ্গে থাকেন তনুজা মুখানে নামে এক তরুণী। তিন বছর আগে একটি ছোট্ট কাককে উদ্ধার করে বাড়িতে এনেছিলেন তিনি।
তখন তনুজা দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন। গাছের নিচ থেকে ১৫ দিন বয়সী একটি কাককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে যান তনুজা।
কয়েক দিন কাকটির সেবা শুশ্রূষা করার পর সে পোষ মেনে নেয়। তিন বছর ধরে ওই বাড়িতেই থাকে। তবে ছোটবেলা থেকে মানুষের সঙ্গে থাকতে থাকতে সেই ভাষা রপ্ত করে ফেলেছে কাকটি। ‘কা-কা’ ডাকের বদলে তার গলায় শোনা যায় মানুষের ভাষা।
ভিডিও দেখে অবাক হয়েছেন অনেকেই। এমন ঘটনাও ঘটতে পারে তা বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা।