মানুষের হাতে টাকা রাখতে বড় পদক্ষেপ নিল ভারত
ভারতের সরকার সম্প্রতি আয়করে সবচেয়ে বড় ছাড় ঘোষণা করেছে। গত এক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় কর সংশোধন। নতুন কর কাঠামোর আওতায়, যাদের বার্ষিক আয় ১২ লাখ ৮০ হাজার রুপি পর্যন্ত, তাদের কর দিতে হবে না। আগে এ সীমা ছিল ৭ লাখ রুপি।
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আশা প্রকাশ করে বলেন, এই নতুন কর কাঠামোয় মানুষের হাতে বেশি টাকা রেখে সঞ্চয় ও খরচ দুটোই বাড়াতে সহায়ক হবে।
দেশটিতে বছরে ২৫ লাখ রুপি আয় করলে আগে ৪ লাখ ৫৭ হাজার রুপি কর দিতে হতো, কিন্তু এখন তা কমে ৩ লাখ ৪৩ হাজার রুপি হবে। কর ছাড়ে বছরে প্রায় ১ লাখ ১৪ হাজার রুপি কম কর দিতে হবে। অর্থাৎ করাদাতার কাছে মাসে প্রায় সাড়ে ৯ হাজার রুপি সঞ্চয় থাকবে।
তবে এই কর ছাড়ের ফলে সরকারের রাজস্ব আয় কমবে। সরকার ধারণা করছে, প্রতি বছর প্রায় এক ট্রিলিয়ন রুপি রাজস্ব আয় কমে যেতে পারে। কিন্তু এর উদ্দেশ্য হলো মধ্যবিত্তের হাতে বেশি টাকা রেখে খরচ বাড়ানো এবং বাজারে চাঙাভাব সৃষ্টি করা।
ভারতের অর্থসচিব তুহিন কান্তা পান্ডে বলেছেন, সরকারের এই পদক্ষেপ মূলত মানুষের খরচ ও বিনিয়োগ বাড়ানোর জন্য। অনেকেই আশা করছেন, করদাতারা নতুন কর কাঠামো গ্রহণ করবে। ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৭৫ শতাংশ করদাতা নতুন পদ্ধতিতে রিটার্ন জমা দেবেন।