মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘বাংলাদেশ-চীন ইকোনমিক পার্টনারশিপ আন্ডার দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার ও সামাজিক বিজ্ঞান অনুষদের যৌথ উদ্যোগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন ও চীনের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মারুফ হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক মোহাম্মদ হাদিফুর রহমান।
বক্তারা সেমিনারে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) কাঠামোর আওতায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারত্বের সম্ভাবনা, চ্যালেঞ্জ, বিনিয়োগ-বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নসহ প্রাসঙ্গিক নীতিগত দিকগুলো নিয়ে আলোচনা করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকগণ অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যাশা করেছে, এ সেমিনার থেকে বাংলাদেশের অর্থনৈতিক কৌশল ও আঞ্চলিক সংযোগ বিষয়ে অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ ধারণা ও নীতিগত ইনসাইট লাভ করবেন।