মামদানির বিজয়ে বাংলাদেশিরা কী ভাবছেন?

5 hours ago 5

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেছেন জোহরান মামদানি। ফলে পপুলার ভোটের সংখ্যায় তিনি ভেঙে দিয়েছেন ছয় দশকের রেকর্ড। তার এই জয়ে বাংলাদেশের নাগরিকরাও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট দিয়ে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা।

শায়েখ আল তমাল লিখেছেন, ‘মামদানি মার্কিন নাগরিকত্ব লাভ করেন ২০১৮ সালে। তিনি জন্মের সময় দেশটির নাগরিক ছিলেন না। এ কারণে হয়তো তাকে দেখা যাবে না হোয়াইট হাউজে।’

নকিব মুকশি লিখেছেন, ‘যে মামদানির বিরুদ্ধে খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন সরাসরি, সেই নির্বাচনে মামদানিকে পরাজিত করতে নির্বাচন কমিশনকে কারসাজির অংশ হতে দেখলাম না। গণতন্ত্র কীভাবে টেকে তার উত্তর এখানেই।’

প্রাপ্তি তাপসী লিখেছেন, ‘হিন্দু, শাহবাগী, নারীবাদী, ভারতীয় ফিল্মমেকার মীরা নায়ারের পুত্র; শাহবাগী, নারীবাদী, সিরিয়ান আর্টিস্ট রামা দুয়াজির স্বামী; বামপন্থী, শাহবাগী, নারীবাদী, লিঙ্গবৈচিত্র্যের অধিকারে বিশ্বাসী, শিয়া মুসলিম জোহরান কোয়ামে মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ায় লাল গোলাপ শুভেচ্ছা!’

আরও পড়ুন
এমন মুহূর্ত কী আর আসবে, নিউইয়র্ক সফর নিয়ে প্রেস সচিব
এবার সমালোচনার মুখে ভাইরাল রিপন মিয়া

মুনীর হাজারী লিখেছেন, ‘মামদানি মডারেট মুসলিম, শিয়া, এসবের চেয়েও গুরুত্বপূর্ণ হলো, তার রাজনৈতিক দ্ব্যর্থহীন অবস্থান। নিউইয়র্ক সিটিতে, স্ট্যাচু অব লিবার্টি আর রকফেলার সেন্টারের সামনে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন ভাষায় ফিলিস্তিনের পক্ষে অবস্থান ঘোষণা করার মতো দুঃসাহসী এই নায়কের বিজয় ইতিহাসের গতিপথ বদলে যাবার ইঙ্গিত বহন করছে। আমরা বুঝি বা না বুঝি, একটা পরিবর্তনের বাতাস বইছে সর্বত্র। শুভ কামনা নিউইয়র্ক সিটির প্রথম ইহুদি লবি আর বিলিয়নারদের ইনভেস্টমেন্ট ছাড়াই নির্বাচিত মেয়র জোহরান মামদানির জন্য।’

বাঁশেরকেল্লা পেজে লেখা হয়েছে, ‘নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি। এর মাধ্যমে প্রথম মুসলিম মেয়র পেলো নিউইয়র্কবাসী। এদিকে জোহরান মামদানি জয় পেলে তার জন্য অতিরিক্ত বাজেট বন্ধ করার ঘোষণা দিয়েছে ট্রাম্প।’

মেঘমল্লার বসু লিখেছেন, ‘জোহরান মামদানিরে বাঙ্গু রাইট উইং ‘মুসলমান’ বলে সেলিব্রেট করতেসে তার একমাত্র কারণ জোহরান বাংলাদেশি না। বাংলাদেশি হইলে এই লোকগুলাই হিন্দু মায়ের সন্তান হওয়া, প্রকাশ্যে সমাজতন্ত্রী হওয়া, ‘অশালীন’ পোশাকে চলাফেরা করা মডেল বা শিল্পীরে বিয়ে করা, সমকামীদের অধিকারের পক্ষে স্ট্রং অবস্থান নেওয়া-এর প্রতিটার জন্যই আলাদা আলাদা করে মুসলমানের তালিকা থেকে জোহরানরে সরায়ে শাহবাগী বলে ট্যাগ দিতো।’

ফারাবী হাফিজ লিখেছেন, ‘ব্রেকিং নিউজ: রেকর্ড গড়ে জিতে গেছেন জোহরান মামদানি। অভিনন্দন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র।
আমার বিশ্বাস, মামদানি একদিন পুরো আমেরিকার প্রেসিডেন্ট হবে ইনশাআল্লাহ।’

এসইউ/এএসএম

Read Entire Article