‘মামলা তুলে নিবি, না হলে ফসলের মতো যাবে তোদের জীবন’

‎রাজবাড়ীর বালিয়াকান্দিতে মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় আসামিপক্ষ বাদীর ফসলি জমিতে রাতের আঁধারে বিষ দিয়ে কৃষকের পেঁয়াজ নষ্টের অভিযোগ উঠেছে।  শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে।  ভুক্তভোগীদের দাবি, এতে তাদের ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগী আব্দুর রহমান জানান, ২০২৩ সালের ১৫ অক্টোবর রাতে তার ছোট ভাই আজিজ মহাজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন তিনি ২৪ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় মামলা করেন। সব আসামি কারাভোগের পর জামিন পায়। আসামিরা মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে, তিনি রাজি না হওয়ায় শুক্রবার রাতে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত তার বাড়ি ঘিরে রুমের দরজায় ছিটকিনি দিয়ে পেঁয়াজক্ষেতে বিষপ্রয়োগ করে।  তিনি আরও জানান, বিষয়টি পুলিশ সুপারকে জানালে ঘটনাস্থলে পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গভীর রাতে দুর্বৃত্তরা মামলার বাদীকে বলে, ‘মামলা তুলে নিবি, না হলে ফসলের মতো যাবে তোদের জীবন।’ ‎বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন কালবেলাকে বলেন, খবর পেয়ে চাষির পেঁয়াজক্ষেত পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ‎বালিয়াকান্দি উপ

‘মামলা তুলে নিবি, না হলে ফসলের মতো যাবে তোদের জীবন’

‎রাজবাড়ীর বালিয়াকান্দিতে মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় আসামিপক্ষ বাদীর ফসলি জমিতে রাতের আঁধারে বিষ দিয়ে কৃষকের পেঁয়াজ নষ্টের অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগীদের দাবি, এতে তাদের ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী আব্দুর রহমান জানান, ২০২৩ সালের ১৫ অক্টোবর রাতে তার ছোট ভাই আজিজ মহাজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন তিনি ২৪ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় মামলা করেন। সব আসামি কারাভোগের পর জামিন পায়। আসামিরা মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে, তিনি রাজি না হওয়ায় শুক্রবার রাতে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত তার বাড়ি ঘিরে রুমের দরজায় ছিটকিনি দিয়ে পেঁয়াজক্ষেতে বিষপ্রয়োগ করে। 

তিনি আরও জানান, বিষয়টি পুলিশ সুপারকে জানালে ঘটনাস্থলে পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গভীর রাতে দুর্বৃত্তরা মামলার বাদীকে বলে, ‘মামলা তুলে নিবি, না হলে ফসলের মতো যাবে তোদের জীবন।’

‎বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন কালবেলাকে বলেন, খবর পেয়ে চাষির পেঁয়াজক্ষেত পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ কালবেলাকে বলেন, পেঁয়াজক্ষেতে কীটনাশক প্রয়োগ করা হয়েছে। অধিকাংশ পেঁয়াজ নষ্ট হয়েছে। আমরা তাকে প্রশাসনিক এবং কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা করব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow