দেশে গত বৎসর একটি রাজনৈতিক পটপরিবর্তন হইয়াছে। তাহার পর হইতেই বিচার প্রার্থনার নামে একটি অবিচারের আশ্রয় গ্রহণ করিতেছে কিছু অবিবেচক মানুষ। বিশেষ করিয়া হত্যার মতো গুরুতর অভিযোগে বেশির ভাগ এই ধরনের মামলা করা হইতেছে। দেখা যাইতেছে, যে যাহার নামে ইচ্ছা মামলা করিয়া দিতেছে। সকল মামলার আসামি যে নির্দোষ, তাহা আমরা বলিব না। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগিয়াছে, যাহাদের বিরুদ্ধে এই মামলা রুজু করা হইতেছে,... বিস্তারিত