চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহিউদ্দিন বাবুকে (৩৫) দীর্ঘ ১২ বছর পর গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর রাতে নগরীর সিমেন্ট ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব জানায়, আসামি মহিউদ্দিন বাবু আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। পলাতক আসামি বাবু ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকায় অবস্থান করছে জানতে পেরে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি বাবুকে চট্টগ্রাম বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।