মামুন হত্যাকাণ্ডের দুই শুটারসহ ৫ জন রিমান্ডে 

2 hours ago 6

পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুই শুটারসহ পাঁচ আসামির অস্ত্র আইনের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

আসামিরা হলেন- শুটার মো. ফারুক হোসেন ফয়সাল, শুটার রবিন আহম্মেদ পিয়াস, মো. রুবেল, শামীম আহম্মেদ ও মো. ইউসুফ ওরফে জীবন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মোহাম্মদপুর থানার অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জালাল উদ্দিন মার্জিন ও কাইয়ুম হোসেন নয়ন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

Read Entire Article