অসংখ্য গান লিখেছেন বা সুর করেছেন, তেমনটা বলা যাবে না। তবে যা করেছেন, সেটুকুই যেন সোনা হয়ে ফলেছে।
‘এই পদ্মা এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’-অন্তত এই তিনটি সৃষ্টি অমরত্ব পেয়েছে বহু আগে। এমন কিংবদন্তি গানের গীতিকার ও সুরকার আবু জাফার, গতরাতে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
আবু জাফরের মৃত্যুর খবর গণমাধ্যমকে... বিস্তারিত