মারা গেছেন পল্লিকবি জসীমউদ্‌দীনের ছেলে

2 weeks ago 15
পল্লিকবি জসীমউদ্‌দীনের মেজো ছেলে ড. জামাল আনোয়ার ওরফে বাসু (৮২) মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি... রাজিউন)।  বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪৩ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।  পারিবারিক সূত্রে জানা যায়, রাতে তার মরদেহ ঢাকা থেকে ফরিদপুরে নিয়ে শহরতলীর অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামে পল্লিকবি জসীমউদ্‌দীনের পৈতৃক নিবাস সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। গত ২৩ ডিসেম্বর নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন জামাল আনোয়ার। পরে তাকে ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ব্যক্তি জীবনে ড. জামাল আনোয়ার জার্মানিতে আর্সেনিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। তিনি বছরের বিভিন্ন সময় জার্মান, ঢাকা ও ফরিদপুরে বসবাস করতেন। জামাল আনোয়ার দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী জার্মানির প্রবাসী ছিলেন। তিনি ২০২১ সালে জার্মানিতে মৃত্যুবরণ করেন। প্রথম ঘরে একটি ছেলে আনদ্রে জার্মানি প্রবাসী, তবে বর্তমানে বাংলাদেশে আছেন। দ্বিতীয় স্ত্রী রাজিয়া আনোয়ার বাংলাদেশি। দ্বিতীয় স্ত্রীর দুই মেয়ে মধুমালা জসীমউদ্‌দীন ও নকশি আনোয়ার জসীমউদ্‌দীন।
Read Entire Article