মারা গেল গাজীপুর সাফারি পার্কে বেঁচে থাকা সর্বশেষ জিরাফ

1 week ago 5
গাজীপুর সাফারি পার্কের সর্বশেষ জিরাফটি টিবি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জিরাফটির মৃত্যু হলেও শনিবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে তথ্যটি জানায় পার্ক কর্তৃপক্ষ। পার্ক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার সময় দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ১০টি জিরাফ আনা হয়। আন্তর্জাতিক প্রাণী বিপণন প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে জিরাফগুলো আমদানি করে কর্তৃপক্ষ। এরপর ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আরও ৪টি জিরাফ বাচ্চা দেয়। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে রোগাক্রান্ত হয়ে বেশ কিছু জিরাফ মারা যায়। সর্বশেষ একটি স্ত্রী জিরাফ টিকে ছিল। এটির মৃত্যুর পর পার্কে আরও কোনো জিরাফ নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, জিরাফের মৃত্যুর ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন পার্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্ত করে আইনিব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে সাফারি পার্কের সর্বশেষ জিরাফটি টিবি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিল। জিরাফটিকে সুস্থ করতে ছয় সদস্যের মেডিকেল বোর্ডও গঠন করা হয়। মেডিকেল বোর্ডের সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার মারা যায় জিরাফটি।  তিনি আরও বলেন, মৃত্যুর পর জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করে পার্কের ভেতরেই জিরাফটি মাটি চাপা দেওয়া হয়। এ জিরাফটির মৃত্যুর মাধ্যমে পার্কটি জিরাফ শূন্য হয়ে গেছে।
Read Entire Article