মারা গেলেন অস্কারজয়ী স্যার টম স্টপার্ড

মারা গেলেন শব্দের জাদুকর অস্কারজয়ী স্যার টম স্টপার্ড। যার কলম জন্ম দিয়েছিল রোজেনক্র্যান্টজ এবং গিল্ডেনস্টার্ন আর ডেড, দ্য রিয়েল থিং এবং শেকসপিয়ার ইন লাভ -এর মতো অমর সৃষ্টির—এবার নিভে গেল চিরতরে। ইংল্যান্ডের ডরসেটে নিজ বাসায় ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি নাট্যকার ও অস্কারজয়ী চিত্রনাট্যকার।  স্টপার্ডের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এজেন্টস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। জানিয়েছে, নিজ বাসায় মারা যান এই নাট্যকার; উপস্থিত ছিলেন তার পরিবারও। তবে তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। নাজি শাসনামলে চেকোস্লোভাকিয়া থেকে পালিয়ে ইংল্যান্ডে বড় হওয়া স্টপার্ড আধুনিক নাটকে ভাষার অভিনব ব্যবহার ও বুদ্ধিদীপ্ত সংলাপের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তার  উল্লেখযোগ্য  চলচ্চিত্র চিত্রনাট্যের মধ্যে আছে, অস্কারজয়ী ‘শেকসপিয়ার ইন লাভ’, ‘ব্রাজিল’, ‘এম্পায়ার অব দ্য সান’ এবং ‘আন্না কারেনিনা’।

মারা গেলেন অস্কারজয়ী স্যার টম স্টপার্ড

মারা গেলেন শব্দের জাদুকর অস্কারজয়ী স্যার টম স্টপার্ড। যার কলম জন্ম দিয়েছিল রোজেনক্র্যান্টজ এবং গিল্ডেনস্টার্ন আর ডেড, দ্য রিয়েল থিং এবং শেকসপিয়ার ইন লাভ -এর মতো অমর সৃষ্টির—এবার নিভে গেল চিরতরে। ইংল্যান্ডের ডরসেটে নিজ বাসায় ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি নাট্যকার ও অস্কারজয়ী চিত্রনাট্যকার। 

স্টপার্ডের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এজেন্টস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। জানিয়েছে, নিজ বাসায় মারা যান এই নাট্যকার; উপস্থিত ছিলেন তার পরিবারও। তবে তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।

নাজি শাসনামলে চেকোস্লোভাকিয়া থেকে পালিয়ে ইংল্যান্ডে বড় হওয়া স্টপার্ড আধুনিক নাটকে ভাষার অভিনব ব্যবহার ও বুদ্ধিদীপ্ত সংলাপের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

তার  উল্লেখযোগ্য  চলচ্চিত্র চিত্রনাট্যের মধ্যে আছে, অস্কারজয়ী ‘শেকসপিয়ার ইন লাভ’, ‘ব্রাজিল’, ‘এম্পায়ার অব দ্য সান’ এবং ‘আন্না কারেনিনা’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow