মারা গেলেন কোরিয়ান মডেল কিম জং সুক

3 months ago 37

উদীয়মান দক্ষিণ কোরিয়ান মডেল কিম জং সুকের অকাল প্রয়াণে থমকে গেল গ্ল্যামার জগৎ। মাত্র ২৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন এই প্রতিভাবান তারকা। প্রতিশ্রুতিময় ক্যারিয়ারের মাঝপথেই থেমে গেল কোরিয়ান এক উজ্জ্বল সম্ভাবনার পথচলা।  খবর : টাইমস অব ইন্ডিয়া।

গত ৪ জুন মারা যান কিং জং সুক। যদিও পরিবারের পক্ষ থেকে দুই দিন পর আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

মডেলের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তার ভক্তরা। সোশ্যাল মিডিয়াজুড়ে বইছে শোকের ছায়া। অনেকেই তার স্মৃতিচারণ করে আবেগঘন বার্তা পোস্ট করছেন।

জানা যায়, প্রথমে কিমের এক ঘনিষ্ঠ বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবরটি শেয়ার করেন। পরে আরেক বন্ধু স্মৃতিসৌধের একটি ছবি পোস্ট করে লেখেন, “আমি এখনো বিশ্বাস করতে পারছি না… আশা করি এখন শান্তিতে আছেন, কোনো ব্যথা ছাড়াই।”

এদিকে, কিমের মৃত্যুকে ঘিরে ইতোমধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে অনলাইনে। গুজবের সূত্রপাত ঘটে গিওংগি-ডোর হানামে ঘটে যাওয়া একটি ঘটনার সঙ্গে কিমের নাম জড়িয়ে।

সেখানে ২০ বছর বয়সী এক যুবক তার বান্ধবীকে লাঞ্ছিত করার পর বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন। যদিও এ ঘটনায় কিম জং সুকের কোনো সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।

গুজবের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে কিমের পরিবার একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে। 

এতে তারা অনুরোধ জানান, “অনুগ্রহ করে আমাদের এই দুঃসময়ে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে আমাদের যন্ত্রণা আরও বাড়াবেন না।”

প্রয়াত এই মডেলের বোন এক পোস্টে জানান, কিম জং সুককে নির্দোষ প্রমাণ করতে তারা প্রয়োজনে অফিসিয়াল পুলিশ রেকর্ড এবং কিমের মৃত্যুর আগের শেষ কথোপকথন প্রকাশ করবেন। সে সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দেন।

Read Entire Article