মারা গেলেন জনপ্রিয় গায়ক ঋষভ ট্যান্ডন
জনপ্রিয় অভিনেতা আসরানির মৃত্য়ুর শোক কাটতে না কাটতেই ফের ভারতের বিনোদন জগতে শোকের খবর। মারা গেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা ঋষভ ট্যান্ডন। দিল্লিতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুম্বাই থেকে দিল্লিতে নিজের পরিবারের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে গিয়েছিলেন ঋষভ। আর সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এ গায়ক।
বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক ছিলেন ঋষভ। নিজের গানে নিজেই সুর দিতেন। সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় ছিলেন ঋষভ ট্যান্ডন। তবে শুধুই গান নয়, সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। ফকির -লিভিং লিমিটলেস এবং রশনা ছবিতে প্রশংসিত হয়েছিল তার অভিনয়। এমনকী, কয়েকদিনের মধ্যে বিদেশে পারফর্ম করার কথা ছিল ঋষভের।
এদিকে গায়কের পরিবারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানায়, এই মুহূর্তে ঘরের ছেলেকে হারিয়ে শোকে বিহ্বল। তাদের ব্যক্তিগত জীবনকে নিয়ে যেন কাঁটাছেড়া না করা হয় এ বিষয়ে সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন গায়কের পরিবারের সদস্যরা।

2 weeks ago
11








English (US) ·